মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জাককানইবি-র মুক্তিযোদ্ধার সন্তানরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিজয় দিবস ২০১৭ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মুক্তিযোদ্ধার সন্তানরা (শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারি) ত্রিশালে অবস্থানরত দশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেন। এসময় ত্রিশালের ১০ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। তাদেরকে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান উত্তরীয় পরিয়ে দেন। এসময় মঞ্চে মুক্তিযোদ্ধাদের সন্তান ও স্বজন উপস্থিত ছিলেন। এদিকে দুপুর ৩টায় মুক্তিযোদ্ধা সংগঠক নাট্য ব্যাক্তিত্ব মামুন-অর-রশীদ কে সম্মাননা দেয় মুক্তিযোদ্ধার সন্তানরা। মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে নাট্যকলা বিভাগের শিক্ষক সংস্কৃতি ব্যাক্তিত্ব মুক্তিযোদ্ধার সন্তান আল জাবির উত্তরিয় পরিয়ে দেন উপাচার্যকে ।প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা সন্তানদের এমন আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন একটি মাত্রা যোগ হয়েছে এমনটি জানান বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলাম।

পছন্দের আরো পোস্ট