খুবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কাজের উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উর্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয় আজ (১৮ ডিসেম্বর)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান হলের ৫ম তলার ছাদের ঢালাই কাজের উদ্বোধন করেন। এই আবাসিক হলের ৫ম ও ৬ষ্ঠ তলা নির্মাণে চুক্তিমূল্য ৪ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার টাকা। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন। এ সময় হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) মোঃ নাজমুল হাসান, সহকারী প্রভোস্ট ড. মোঃ ইকবাল আহমেদ, পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক নূর মোহাম্মদ মোল্লা, প্রধান প্রকৌশলী মোঃ নূর ইসলাম, উপ-প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক ও এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি অর্থ বছরের মধ্যে এ নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

Post MIddle

এই নির্মাণ কাজ শেষ হলে ছয় শতাধিক ছাত্রের আবাসনের সুযোগ সুবিধা হবে।

// স

পছন্দের আরো পোস্ট