মোরেলগঞ্জ-শরনখোলার প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ১৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার ১৬৮ টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন এ ল্যাপটপ বিতরণ করেন।

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিডিউপি-৩)আওতায় অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণী উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষক সমাজ হল এর কারিগর। যা প্রথম ধাপ হল প্রাথমিক শিক্ষা । দেশ ও জাতির উন্নয়নে শিক্ষকদের ভূমিকা সর্বাগ্রে। বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। যার মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন উল্লেখযোগ্য। তাছাড়া প্রাথমিক শিক্ষাকে সরকারিকরণ করে ইতিহাসের পাতায় তিনি স্থান করে নিয়েছেন।

Post MIddle

উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে ও জেলা শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার,ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, থানা অফিসার ইন চার্জ মোঃ রাশেদুল আলম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইব্রাহিম হোসেন হাওলাদার, চেয়ারম্যান শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী, চেয়ারম্যান ডাঃ আকরামুজ্জামান, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহ আলম , রায়েন্দা ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, যুবলীগ উপজেলা আহবায়ক মোজাম্মেল হক মোজাম, পৌর আহবায়ক আসাদুজ্জামান বিপু প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী।

সভা শেষে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ১৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়। তবে মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে মাইক বাজিয়ে অনুষ্ঠান করায় শিক্ষার্থী ও অভিভাবক মহল ক্ষোভ প্রকাশ করেছে।

//স

পছন্দের আরো পোস্ট