পাবিপ্রবিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

আজ (১২ ডিসেম্বর) মঙ্গলবার জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রকৌশল (আইসিই) বিভাগ এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, সম্মানীত প্রক্টর আওয়াল কবীর জয়, ছাত্র উপদেষ্টা ড. মোঃ হাসিবুর রহমান, আইসিই বিভাগের চেয়ারম্যান ও অন্যন্য শিক্ষকবৃন্দ। র‌্যালিতে আইসিই বিভাগের শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ।

Post MIddle

র‌্যালি শেষে আইসিই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ওমর ফারুক এর উপস্থাপনায় বক্তব্য দেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম ও প্রক্টর আওয়াল কবীর জয়। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ঘোষণা করায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উক্ত আলোচনায় বক্তারা বলেন, আইসিই বিভাগ বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে সফলতার এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া আইসিই বিভাগের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও আ ফ ম জয়নুল আবেদীন আইসিটি সেক্টরের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

//স

পছন্দের আরো পোস্ট