বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে রুয়েটে শোভাযাত্রা

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওর্য়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি পাওয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১২ টায় প্রশাসনিক ভবন থেকে উপাচার্য প্রফেসর ড. মোহা: রফিকুল আলম বেগের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। এরপর শোভাযাত্রাটি রাজশাহী-ঢাকা সড়ক প্রদক্ষিণ শেষে রুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা: রফিকুল আলম বেগ।

Post MIddle

শোভাযাত্রায় রুয়েটের সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, সকল শাখার প্রধানসহ সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।

//শ

পছন্দের আরো পোস্ট