জাককানইবিতে এইচ.আর.এম বিভাগে অন্তঃবিভাগ ফুটবল র্টুনামন্টে শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচ.আর.এম) বিভাগের অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ৭ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয় টুর্নামেন্ট।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল আলম, মোঃ রফিকুল আমিন,মাসুদ রানা, রেজয়ান আহমেদ শুভ্র, প্রভাষক মোহাম্মদ মিলন, রিমন সরকার,শারীরিক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ ওমর ফারুখ সরকার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সহ-সভাপতি মোঃ রিপন চৌধুরী, অনিক সরকার সনি, অগ্নিবীণা হল শাখার সভাপতি প্রয়াস কুমার মিশ্র, সাধারণ সম্পাদক মোস্তাফিজ রিমন, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অমিত বসাক শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদক এ.এ.যুব ও সাবেক ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মারুফ দ্রুব সহ প্রমূখ।

Post MIddle

প্রথম দিনের ম্যাচ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৫-১৬ সেশনের বিপক্ষে ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা মুখোমুখি হয়। খেলায় ফলাফল ০-০।

টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচ পরিচালনায় ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী সাদেকুল ইসলাম । টুর্নামেন্টে ২০১৫-১৬ সেশনের টিম ম্যানেজার হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র এবং ২০১৬-১৭ সেশনের টিম ম্যানেজার হিসেবে ছিলেন প্রভাষক রিমন সরকার।

পছন্দের আরো পোস্ট