চুয়েটে ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর আসন্ন ভর্তি পরীক্ষাকে সামনে রেখে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ছাত্র সংগঠনগুলোর মডারেটর ও প্রতিনিধিদের সাথে এক বৈঠক ও মতবিনিময় করেছেন। গত ২৩ অক্টোবর (সোমবার), ২০১৭ খ্রি. বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের প্রধান কনফারেন্স কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Post MIddle

সভায় সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় চুয়েট ছাত্রকল্যাল পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলামসহ চুয়েটের নিবন্ধিত সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন জেলা সমিতির সম্মানিত মডারেটরবৃন্দ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ভর্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপলক্ষে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সার্বিক প্রচেষ্টা কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

পছন্দের আরো পোস্ট