আনন্দশালা শিক্ষার্থীদের পরিভ্রমণে বাস সার্ভিস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের শিক্ষা প্রতিষ্ঠান আনন্দশালা’র শিক্ষার্থীদের সপ্তাহে দুইদিন ক্যাম্পাসে পরিভ্রমণের নিমিত্ত বাস সার্ভিস উদ্বোধনকালে এ কথা বলেন।

Post MIddle

উপাচার্য আরো বলেন, এদের জন্য বাক-থেরাপি ও সপ্তাহে দুইদিন ক্যাম্পাসে পরিভ্রমণের ব্যবস্থা করা খুব বড় ধরণের কোনো সহযোগিতা নয়। এসবের মাধ্যমে আমরা ওদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছি মাত্র।

সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সহযোগিতা চেয়ে তিনি বলেন, আনন্দশালা বিদ্যাপিঠ পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন আমরা তা দিতে পারিনা। এজন্য আমি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছি।

এসময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও আনন্দশালা’র অবৈতনিক পরিচালক অধ্যাপক ড. মো. হানিফ আলী উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট