জাপানে টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামে কর্মসংস্থান

শতাধিক জাপানী কোম্পানী সমন্বয়ে গঠিত GISHO AIZAN Cooperative Association in Japan & “M/S. Global Recruiting Agency মধ্যে সমাঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়।

Post MIddle

সমাঝোতা চুক্তিতে GISHO AIZAN Cooperative Association,  Representative Partner, Mika Kanbe & Director Isao Inoue  এবং গ্লোবাল রিক্রুটিং এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই সমাঝোতা চুক্তি ফলে বাংলাদেশী যুবক ছাত্র-ছাত্রীরা জাপানে টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামের আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবে। জাপানী ভাষায় প্রশিক্ষণ দিয়ে আগামি বছরের শুরুথেকে গ্লোবাল রিক্রুটিং এজেন্সির মাধ্যেমে জাপানে কর্মী পাঠানো শুরু করা যাবে বলে আশাপ্রকাশ করেন।

পছন্দের আরো পোস্ট