‘শূন্য’পেলেও বিশ্ববিদ্যালয় ডিগ্রী!

পরীক্ষায় শুন্য পেলেও পিএইচডিতে ভর্তির সুযোগ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়। তবে এ সুযোগ সবার জন্য না। শুধুমাত্র উপজাতিদের জন্য এ সুযোগটি দিচ্ছে ওই বিশ্ববিদ্যায়।তবে যেকোনো বিষয়ের ওপর আবার এ সুযোগ পাবে না তারা। উপজাতিদের এ সুযোগ নিতে গেলে অংকে ভর্তি হতে হবে। পড়াশুনা করতে হবে অংক নিয়েই।

Post MIddle

দিল্লি বিশ্ববিদ্যালয়ে এমন শর্ত দিয়ে সম্প্রতি এক নোটিশ দেয়া হয়। নোটিশটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।নোটিশে বলা হয়, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ মার্কস ২০০-র মধ্যে ৯৪। অন্যান্য অনগ্রসর জাতির জন্য এই নম্বর ৮৪। আর উপজাতিদের জন্য অংকে শূন্য পেলেও আবেদন করার সুযোগ থাকবে।

পছন্দের আরো পোস্ট