প্রতি মাসে দুই’শ কোটি অ্যাকটিভ ইউজার ফেসবুকে

প্রতি মাসে দুইশ কোটি অ্যাকটিভ ইউজার থাকেন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। এ নিয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মাক জাকারবার্গ বলেন, “ফেসবুক আরও বেশি সংখ্যক মানুষকে এই প্ল্যাটফর্মে আনতে চায়।”

বিপুল পরিমাণ এই লাভের অঙ্ক জানার পর জুকেরবার্গ বলেন, ‘‘ফেসবুকের জন্য এটা খুব ভালো সময়। আমরা খুব ভালো একটা কোয়ার্টার কাটিয়ে এসেছি।’’

Post MIddle

গত বুধবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউজার সংখ্যা দুইশ কোটির সীমানা পেরিয়ে যাওয়ায় এবং প্রচুর পরিমাণে বিজ্ঞাপন মেলায় শেষ তিন মাসে বিপুল অংকের লাভ হয়েছে ফেসবুকের। ফেসবুক কর্তৃপক্ষ জানান, গত বছর জুন মাস থেকে এ বছর জুনের শেষে ফেসবুকের ইউজার সংখ্যা বেড়েছে প্রায় ১৭ শতাংশ। বর্ধিত এই ইউজারের বেশিরভাগই এসেছে বিজ্ঞাপন থেকে।

জানা যায়, গত তিন মাসে ফেসবুকের নিট লাভ বেড়েছে ৭১ শতাংশ। আর গত বছর তাদের আয় হয়েছিল ৯৩০ কোটি ডলার। এর মধ্যে লাভের পরিমাণ ছিল ৩৯০ কোটি ডলার।

পছন্দের আরো পোস্ট