ডিভিএম এর ছাত্র-ছাত্রীদের যত দাবী

আজ (২৩ মে) বুধবার বাংলাদেশের প্রায় ৮টি বিশ্ববিদ্যালয় থেকে ডি ভি এম এর ছাত্র-ছাত্রীরা একত্রিত হয় “প্রাণী সম্পদ অধিদপ্তর” এ তাদের যৌক্তিক দাবি আদায়ে ও স্মারকলিপি জমা দেয়ার জন্য। সেখানে তারা একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে।

তাদের দাবিগুলো:
১। অর্গানোগ্রাম বাস্তবায়ন করতে হবে।
২। ৬ষ্ঠ গ্রেডের যে পদটি আছে সেখানে অতিরিক্ত একজন ভেটেরিনারিয়ান নিয়োগ দিতে হবে।
৩। উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরে ভেটেরিনারিয়ান নিয়োগ দিতে হবে।

উক্ত কর্মসুচিতে বক্তব্য রাখেন সিয়াম ও অনন্ত-বা কৃ বি, অলিন-রা বি, রাসেল আহমেদ- কৃষি বিশ্ববিদ্যালয়, শারমিন, সোহরাব, মারুফ-হাবিপ্রবি এর প্রতিনিধিরা।

Post MIddle

আমরা যদি NATP তে আমাদের মেধায় ৯৫% চাকুরী পেতে পারি তাহলে কেন আমরা উপজেলা প্রাণীসম্পদ ও ৬ষ্ঠ গ্রেডে ভেটেরিনারিয়ানদের পোস্ট থাকবে না।

অন্যদিকে একজন ভি এস যে ২২০০০ টাকা বেতন পায়, তাহলে একজন ভেটেরিনারি স্টুডেন্টস তাদের ডিগ্রী শেষ করে কেন ৮৫০০-৯৫০০ টাকা পাবে।

এসব দাবিগুলোর মধ্যে অর্গানোগ্রামটি ১ মাসের মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্টিমেটাম দেয়া হয়েছে। এসব দাবি যদি মেনে নেয়া হলে আন্দোলনরত রা  প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকে কঠোর কর্মসূচি পালন করবে এমনকি আন্দোলন জোরালো করতে বিশ্ববিদ্যালয় এর ক্লাস-পরীক্ষা বন্ধ করবে। প্রধানমন্ত্রী বরাবর যেভাবে দাবিগুলো পৌছানো যায় সে পদক্ষেপ গ্রহন করবে।

তাদের প্রতিপাদ্য ছিল,আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে,সকল ভেটেরিনারিয়ান এক হও এক হও।

পছন্দের আরো পোস্ট