আইইবি’র স্বীকৃতি পেল ইস্টার্ন ইউনিভার্সিটি

রাজধানীর ধানমন্ডিস্থ ইস্টার্ন ইউনিভার্সিটি’র ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ অর্জন করল ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের এ বিভাগের সকল শিক্ষার্থী এই স্বীকৃতি পাবেন।

Post MIddle

অর্জনটি উদযাপনে গতকাল বিভাগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাষ্টিজের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, এডমিশন কমিটির চেয়ারম্যান মো: আলী আজ্জম, উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম, ইইই বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মির্জা গোলাম রাব্বানী, সিএসই বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো: মাহফুজুর রহমান, রেজিস্ট্রার আবুল বাশার খান, পরিচালক (ভর্তি) এ.এস.এম.জি ফারুক, পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ ইমতিয়াজ, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

পছন্দের আরো পোস্ট