কুবি শিক্ষার্থীকে কুপিয়ে আহত করলো ছিনতাইকারীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীর নাম রাজিব চক্রবর্তী। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩০৩ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার দু পায়ের হাঁটুর উপরে, নিচে,ছুরি এবং দা দিয়ে কুপিয়েছে ছিনতাইকারীরা। দুই পায়ে পাঁচটি শেলাই লেগেছে।

জানাযায়, রাজিব চক্রবর্তী রোববার রাত ৮টায় টিউশন শেষে ক্যাম্পাসের আসার জন্য কুমিল্লা শহরের টমছম ব্রীজ নামক স্থানের সিএনজি স্টেশনে যান। তখন অপরিচিত দুই জন ছেলের সাথে তার সৌজন্য মূলক কতাবার্তা হয়। তাদের সাথে কথা বলার একপর্যায়ে তিনিসহ বাকি দুজন রাস্তার পাশে যান তখন ১০ থেকে ১২ জনের ছিনতাইকারীদের একটি দল তাকে ঘিরে ফেলে। এবং তার সাথে যা কিছু আছে দিয়ে দিতে বলে। তিনি না দিলে তাকে বেদরক মারধর করে এবং ছুরি, দা দিয়ে এলোপাতাড়ি হাঁটুর উপরে এবং নিচ কুিপয়ে জখম করে। তখন আশেপাশে দাঁড়ানো সিএনজি ড্রাইভার এবং সাধারণ মানুষরাও এগিয়ে আসেন নি। তার কাছ থেকে দুটি মোবাইল, মানিব্যাগ, বই, শীট নিয়ে পরে তারা পালিয়ে যায়। পরে পায়ের ব্লিডিং অবস্থায় আশেপাশে থাকা কয়েকটি খালি সিএজিকে মেডিকেলে নিয়ে যাওযার জন্য অনুরোধ করলে কোন সিএনজির ড্রাইভারই তাকে মেডিকেলে নিয়ে যান নি। পরে রিক্সা করে তিনি কুমিল্লা আদর্শ মেডিকেলে যান। প্রাথমিক চিকিৎসায় দুই পায়ের হাঁটুতো পাঁচটি শেলাই শেষে তাকে রাতেই হলে নিয়ে আসা হয়।

Post MIddle

প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ‘ বিশ্ববিদ্যারয়ের শিক্ষার্থীকে কুপিয়ে আহতের বিষয়টি দুঃখজনক। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। ছিনতাইয়ে শিকার শিক্ষার্থীকে ঘটনার বর্ণণা দিয়ে লিখিত অভিযোগ দিতে বলেছি।’

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট দুলাল চন্দ্র নন্দী বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বিশ্ববিদ্যারয়ের এম্বোল্যান্স দিয়ে তাকে হলে নিয়ে আসছি। চিকিৎসা ব্যায়ের বিষয়টিও বিবেচনা করবো।’

পছন্দের আরো পোস্ট