ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা

আজ (১৭ এপ্রিল) সোমবার  ঐতিহাসিক মুবিজনগর দিবস উপলক্ষ্যে আজ বিকেলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের প্রেক্ষাপট নিয়ে বিস্তরভাবে আলোচনা করেন।

Post MIddle

উপাচার্য তার বক্তব্যের মধ্য দিয়ে তৎকালিন মুজিবনগর সরকারের দায়িত্ব পালনকৃত সরকার প্রধানদের গুরুত্ব এবং একই সাথে বর্তমান স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পিছনে তৎকালিন মুজিবনগর সরকারের ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি গভীর শ্রদ্ধাভরে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অবদানের কথা স্বরণ করেন। সভায় আরো বক্তব্য দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকসহ অন্যান্য বক্তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট