বাংলাদেশ ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ (২৫ মার্চ ২০১৭) শনিবার দুপুরে ইউনিভার্সিটির সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডীন, প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডীন প্রফেসর মুস্তফা কামালউদ্দিন, রেজিস্ট্রার, মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব:), পরচিালক ( প্রশাসন এবং নরিাপত্তা ) কে এস এম এজাজ আফজাল খান বীর প্রতীক প্রমুখ।

Post MIddle

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীর অত্যাচারের কথা তুলে ধরে বলেন, জাতির পিতা এই বাঙ্গালী জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। কোনো দিক থেকে আমরা পিছিয়ে থাকবো না। দেশ হিসেবে আমরা এগিয়ে যাবো।

আলোচনা সভায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থি ছিলেন।

পছন্দের আরো পোস্ট