বেরোবিতে ‘ছায়া জাতিসংঘ’ ২৪ ও ২৫ মার্চ

ইউনিসেব রংপুর উইং এর উদ্যোগে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ছায়া জাতিসংঘ’ ( মডেল ইউনাইটেড ন্যাশন) ইউনিসেব ডিপলোম্যাটিক এ্যাসেম্বিলি-২০১৭। ২৪ ও ২৫ মার্চ এ অনুষ্ঠানটি হবে ।বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ে প্রেস কনফারেন্সে এসব কথা বলেন সংগঠটির রংপুর উইং এর রিসার্চার শাহ মাঘতুম ইসলাম।

মাঘতুম বলেন,‘ অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রেশন করা হবে। তারপর জাতিসংঘের আদলে তৈরী করা হবে ছায়া জাতিসংঘ। যেখানে এক একজন প্রতিনিধিকে এক একটি দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হবে।’

Post MIddle

সংগঠনটির এ উইং সূত্রে জানা যায়, এ উপলক্ষে আগ্রহী অংশগ্রহনকারীকে ৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রত্যেক অংশগ্রহনকারীকে এ অনুষ্ঠান শেষে একটি করে সনদ ও যারা ভালো পারফরমেন্স করবেন তাদেও হাতে একটি করে ক্রেস্ট তুলে দেয়া হবে।

এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য রাকীবুল ইসলাম রাকীবসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট