এইউবিতে বইপাঠ প্রতিযোগিতা ও পিঠা উৎসব

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাস পাঠাগারের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি বইপাঠ প্রতিযোগিতা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সুপরিসর লবিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসব উপলক্ষে পিঠার স্টল স্থাপন করে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Post MIddle

প্রধান অতিথি বলেন, পড়ালেখার পাশাপাশি এ ধরণের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের সামাজিক যোগ্যতা বৃদ্ধি করে। এশিয়ান ইউনিভার্সিটি’র সকল কো-কারিকুলার কার্যক্রমে শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের জন্য তিনি আহ্বান জানান। সেই সাথে স্থায়ী ক্যাম্পাসে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির দিকেও তিনি গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এড. আবুল কালাম আজাদ, সিন্ডিকেট ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য এস এম ইয়াছিন আলী, স্থায়ী ক্যাম্পাস সমন্বয়ক মোঃ এখলাসুর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান রাবেয়া আখতারসহ শিক্ষকমন্ডলী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট