আমরা আছি এক জটিল-কঠিন রোগে

মস্তিষ্ক বিকৃতির এই যুগে

আমরা আছি কঠিন এক রোগে
ভাবার জায়গা হারিয়ে গেছে
কাঠামোবদ্ধ নিয়মের নিয়ন্ত্রণে।

যে যায়, সে তো হারিয়েই যায়
করি না স্মরণ তার একটুও দাঁড়িয়ে
দাঁড়াই না এই ‘আহম্মক’ সভ্যতার বিরুদ্ধে
আমরা আছি এক জটিল-কঠিন রোগে।

Post MIddle

প্রতিদিনই ‘লাশ’ হয়ে ফিরি ঘরে
স্বপ্নভঙ্গ হয়ে এই আদরের ‘রাজ্যে’
কান শুনে না কোনো বাণী
যা শুনি তা ঐ আদরের ‘কাহিনি’।

আমাদের ভয় ঢুকেছে মনে
ভয়ের দাসে পরিণত হয়ে।
মস্তিষ্ক বিকৃতির এই যুগে
আমরা আছি কঠিন এক রোগে।

 

 

  • শফিকুল ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
পছন্দের আরো পোস্ট