নতুন প্রক্টরকে কুবিসাসের শুভেচ্ছা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নিযুক্ত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) সদস্যরা।

Post MIddle

রবিবার দুপুরে তাকে তার অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা জানায় কুবিসাস’র সদস্যরা। পরে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন নতুন প্রক্টরসহ সাংবাদিক সমিতির সদস্যরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুবিসাসের সাবেক সভাপতি রবিউল হক রবি, বর্তমান সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্-আল-মুসাইব অর্থ-সম্পাদক মতিউর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যরা।

এসময় ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, ‘বিশ্ববিদ্যালয় সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে সর্বাগ্রে শিক্ষার্থীরাই মুখ্য ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়া বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কাঠামো সুন্দর-সুশৃঙ্খল রাখা ও বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি সম্ভব নয়। শিক্ষার্থীরাই ক্যাম্পাসের প্রাণ, ক্যাম্পাসের রক্ষক। তাই সর্বক্ষেত্রে দায়িত্ব পালনে শিক্ষার্থীদের সহযোগিতা একান্তভাবেই কাম্য।’

প্রসঙ্গত, ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-২০১৬ এর সাধারণ সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ছিলেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট