চুয়েটে ইটিই ডে মঙ্গলবার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন দিবস তথা ETE Day-২০১৭ এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে সেমিনার আগামীকাল ১৭ জানুয়ারি, ২০১৭ খ্রি: অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজক চুয়েটের ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এ উপলক্ষে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আনন্দ র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, পোস্টার সেশন, প্রজেক্ট শো, প্রীতি ক্রিকেট ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ইত্যাদি।

Post MIddle

অনুষ্ঠানমালায় প্রধান অতিথি থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি থাকবেন চুয়েটের ইসিই ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে সেমিনারে রিসোর্স পারসন হিসেবে থাকবেন কুয়েটের ইসিই বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসাইন, গ্রামীণ ফোন লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের লিড ম্যানেজার প্রকৌশলী মোহিত চৌধুরী, রবি আজিয়াটা লিমিটেডের রেডিও প্ল্যানিং ম্যানেজার প্রকৌশলী মো: জিয়া উদ্দিন ফয়সাল। সভাপতিত্ব করবেন চুয়েটের ইটিই বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট