মৃদুল মামুনের”গতিপট”এর প্রিমিয়ার ৮ ডিসেম্বর

mridul_mamun_01ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে নির্মাতা ও সংগঠক মৃদুল মামুন পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র “গতিপট Moving Canvas” এর উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ ও মুক্ত চলচ্চিত্র উৎসবে। আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।

বিশ্বায়নের এই যুগে হারিয়ে যেতে থাকা বাংলার বিভিন্ন কৃষ্টি-কালচার, ঐতিহ্য, উৎসব, স্লোগান কিংবা লেখকের লেখাগুলো শিল্পীর তুলি এবং উদ্যোক্তার হাত ধরে টি-শার্ট এর ক্যানভাসে তুলে আনার গল্প বলবে “গতিপট”।

Post MIddle

title_gotipotডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড মিডিয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটি’র ব্যানারে এবং দৃশ্যকার ফিল্মস-এর প্রযোজনায় প্রামাণ্যচিত্রটির গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মৃদুল মামুন।

ছবিটির প্রযোজক শারমিন মামুন এবং উপদেষ্টা মানজারেহাসীন মুরাদ ও মাকসুদুল বারী। এছাড়াও ছবিটিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আসিফ জোয়ার্দার সোহাগ, চিত্রগ্রহণে জহুরুল হক জনি, শব্দে ফাহাদুর রেজা রুকু, আবহ সঙ্গীত সুমন শীল এবং কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল।

পছন্দের আরো পোস্ট