শেকৃবির ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

SAU LOGOশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের ৪ টি অনুষদে ৫৪০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছে ৩০ হাজার ২ শত ৬৫ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৫৬ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহন করবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় । বিশ্ববিদ্যালয়সহ মোট ১৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস: রোল নং ১০০০১ থেকে ১২৫০০ পর্যন্ত: আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, রোল নং ১২৫০১ থেকে ১৩৯০০ পর্যন্ত ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রোল নং ১৩৯০১ থেকে ১৭৪০০ পর্যন্ত: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ; রোল নং ১৭৪০১ থেকে ১৮৪০০ পর্যন্ত: কিশলয় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ।

Post MIddle

এছাড়া রোল নং ১৮৪০১ থেকে ২১৩০০ পর্যন্ত মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ; রোল নং ২১৩০১ থেকে ২২১০০ পর্যন্ত: গনভবণ সরকারি উচ্চ বিদ্যালয়, রোল নং ২২১০১ থেকে ২৩৬০০ পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রোল নং ২৩৬০১ থেকে ২৪৬৫২ পর্যন্ত মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, রোল নং ২৪৬৫৩ থেকে ২৭১৫২ পর্যন্ত মোহাম্মদপুর কেন্দ্রিয় কলেজ; রোল নং ২৭১৫৩ থেকে ২৮৫৫২ পর্যন্ত: শেরেবাংলা নগর সরকারি বালিক উচ্চ বিদ্যালয়।

এছাড়া রোল নং ২৮৫৫৩ থেকে ৩০০৫২ পর্যন্ত: মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রোল নং ৩০০৫৩ থেকে ৩৪০৫২ পর্যন্ত: মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট; রোল নং ৩৪০৫৩ থেকে ৩৫২৯২ পর্যন্ত: লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়; রোল নং ৩৫২৯৩ থেকে ৩৭৭৯২ পর্যন্ত: লালমাটিয়া মহিলা কলেজ; রোল নং ৩৭৭৯৩ থেকে ৪০২৬৫ পর্যন্ত: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

এসএন#

পছন্দের আরো পোস্ট