বেরোবির প্রথম নারী প্রক্টর মীর তামান্না ছিদ্দিকা

BRURবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মীর তামান্না ছিদ্দিকা। এর আগে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।

সাবেক প্রক্টর (চলতি দায়িত্ব) মোঃ শাহীনুর রহমানের স্থলাভিষিক্ত হলেন মীর তামান্না ছিদ্দিকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষকদের মধ্যে মীর তামান্না ছিদ্দিকা প্রথম এই দায়িত্ব গ্রহণ করলেন।

Post MIddle

দায়িত্ব গ্রহণকালে সকলের সহযোগিতা কামনা করেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের এই সহকারী অধ্যাপক। তিনি ২০১৫ সালের ১লা ডিসেম্বর সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এদিকে মীর তামান্না ছিদ্দিকা প্রক্টর (চলতি দায়িত্ব) এর দায়িত্ব গ্রহণ করায় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও প্রক্টর অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন তাকে ফুলেল অভিনন্দন জানিয়েছেন।

এসএন#

পছন্দের আরো পোস্ট