ইবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

img_8159ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ (৬ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন “সি” ইউনিটের সমন্বয়কারী এবং লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান।

Post MIddle

এ সময় উপস্থিত ছিলেন ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সদস্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd.com) থেকে ফলাফলের বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গতকাল ৫ ডিসেম্বর “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ২২৫ টি আসনের বিপরীতে ১৪,৩৮২ টি আবেদনপত্র জমা পড়ে। পরীক্ষায় অংশ নেয় ৯৮৭৮ জন। পাসের হার ৪৫%।

এসএন#

পছন্দের আরো পোস্ট