রাবিতে ৮ম জাতীয় স্নাতক আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

ru-pic-05-12-16রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণিত বিভাগের উদ্যোগে সোমবার ৮ম জাতীয় আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এদিন সকালে দ্বিতীয় বিজ্ঞান ভবন চত্বরে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। এসময় সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং পায়রা ও আয়োজনের স্মারক বেলুন-ফেস্টুন ওড়ানো হয়।

Post MIddle

এই আয়োজনের আহ্বায়ক গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. ওয়াজেদ আলী প্রামাণিকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, অলিম্পিয়াডের সহ-আহ্বায়ক ইউজিসি প্রফেসর এম আনোয়ার হোসেন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সভাপতি প্রফেসর মো. আব্দুল আলিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আসাবুল হক, প্রক্টর প্রফেসর মো. মুজিবুল হক আজাদ খান, জনসংযোগ দপ্তরে প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন বেলা ১২:৩০ মিনিটে গণিত বিভাগে অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে গাণিতিক মেধা যাচাইয়ের মাধ্যমে সেরা বিবেচিত ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। রাজশাহী ও রংপুর বিভাগের বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ১৬০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

পছন্দের আরো পোস্ট