শাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

Sahjalal Universityশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিবাদমান গ্রুপগুলোর সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতির কারণে সকল আবসিক হল বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া বিশেষ ক্ষমতা বলে এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাবির রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার দুপুর ১২টার আগে মেয়েদের হল ত্যাগ করতে হবে। ইতোমধ্যে সবগুলো হলে এ সম্পর্কিত নোটিশ টানানো হয়েছে।

Post MIddle

দ্বিতীয় ছাত্র হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম বলেন, যেসব শিক্ষার্থীর একাডেমিক জরুরি কাজকর্ম আছে এবং ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা চলছে, তারা হল প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে হলে থাকতে পারবে।

উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টের কমিটিকে কেন্দ্র করে (শাবি) কয়েকটি গ্রুপের মধ্যে গত শনিবার থেকে উত্তেজনা চলছে। এ নিয়ে গ্রুপগুলো কয়েকবার সংষর্ষেও জড়ায়।

পছন্দের আরো পোস্ট