ঢাবিতে শোকাবহ ১৫ আগস্ট বিষয়ে বিশেষ বক্তৃতা

ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে সোমবার (২৯ আগস্ট) সকালে আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল।

Post MIddle

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে “শোকাবহ ১৫ আগস্ট : কিছু তথ্য, কিছু ভাবনা” শীর্ষক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক কে এ এম সা’দউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজল বন্দ্যোপাধ্যায়।##

পছন্দের আরো পোস্ট