বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এশিওরেন্স সেল (IQAC)এর উদ্যোগে ‘কোয়ালিটি এশিওরেন্স ইন হাইয়ার এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে (-৩) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।

Post MIddle

IQAC এর পরিচালক প্রফেসর ড. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ ফেরদৌস রহমান প্রমুখ বক্তৃতা করেন। কোয়ালিটি এশিওরেন্স বিশেষজ্ঞ হিসেবে প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী ও প্রফেসর ড. আবুল কাশেম বক্তব্য রাখেন।

দিন ব্যাপী এই কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন IQAC এর অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ। ##

পছন্দের আরো পোস্ট