বাংলাদেশ ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার

বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে “বাংলাদেশে উচ্চ শিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১০ আগষ্ট ) ইউনিভার্সিটির সেমিনার কক্ষে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান।

Post MIddle

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান এবং কলা, আইন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোস্তফা কামালউদ্দিন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি এবং বিইউ’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব:) প্রমুখ। এছাড়া প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

মূল আলোচনায় বক্তারা উচ্চশিক্ষা বিস্তারে বেসরকারি ইউনিভার্সিটির ভূমিকার উপর আলোকপাত করেন। তারা সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিস্তার ও বেসরকারি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে এর মূলোৎপাটনের করনীয় বিষয়গুলো তুলে ধরেন।##

পছন্দের আরো পোস্ট