স্টামফোর্ডে জঙ্গীবাদ বিরোধী শোভাযাত্রা

সোমবার (০১ আগস্ট) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রধান কার্যালয় (ধানমন্ডি) এবং সিদ্ধেশ্বরী উভয় ক্যাম্পাসে জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আহবানে গুলশানের মর্মান্তিক হামলার এক মাস পূর্তিতে স্টামফোর্ডে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

 

Post MIddle

মানব বন্ধন ও শোভাযাত্রায় অংশগ্রহণ করে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ, বোর্ড অব ট্রাস্টির সদস্যবৃন্দ, ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম. ফিরোজ আহমেদ, উপ-উপাচার্য, ডীনগণ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, ট্রেজারার, প্রক্টর ও শিক্ষার্থীরা।

 

মানব বন্ধন ও শোভাযাত্রা শেষে উভয় ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সমাবেশে জঙ্গীবাদ বিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়।##

পছন্দের আরো পোস্ট