৩১০ মডেল স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম সরঞ্জাম প্রদান

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। এসব কার্যক্রম গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার সুযোগ এবং গুণগত মানের পার্থক্য হ্রাসে ব্যাপক ভূমিকা রাখছে। রোববার রাজধানীর সেগুনবাগিচায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট’ মিলনায়তনে ৩১০টি মডেল বিদ্যালয়ের মাঝে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

Post MIddle

অনুষ্ঠানে এসব স্কুলকে ৩ হাজার ৫২০টি কম্পিউটার, ২ হাজার ১৭০টি ল্যাপটপ, ২ হাজার ১৭০টি প্রজেক্টর, ১৬০টি ফটোকপি মেশিন ও আসবাবপত্র প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন এবং প্রকল্প পরিচালক কে এম রফিকুল ইসলাম।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট