আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আব্দুল আখের

তুরস্কে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আব্দুল আখের। শুক্রবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান।

 

হাফেজ আব্দুল আখের তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার ছাত্র। সে হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এই বিভাগে তাজিকিস্তান দ্বিতীয়, সোমালিয়া তৃতীয় স্থান অধিকার করেছে।

 

Post MIddle

গত ১০ জুন থেকে তুরস্কের ইস্তামবুলের সুলতান ফতেহ মসজিদে শুরু হয় এ প্রতিযোগিতা। এতে ৫৫টি মুসলিম ও নন-মুসলিম দেশ থেকে হিফজ বিভাগে ৪৭ জন প্রতিযোগী অংশ নেয়। হাফেজ আব্দুল আখের তাদেরকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে।

 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আয়োজক দেশ তুরস্ক, মালয়েশিয়া, সৌদি আরব, সোমালিয়া, লেবানন ও মরক্কো থেকে কোরআনের বাছাই করা বিশেষজ্ঞরা।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট