ফরেস্ট্রি পড়তে ভিয়েতনামের স্কলারশীপ

24332758466_8c7da2425e_kভিয়েতনামের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ফরেস্ট্রি দুই বছর মেয়াদী মাস্টার্স পড়ার জন্য স্কলারশীপ দিবে। শিক্ষার্থীকে এ বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি বিভাগে পড়তে হবে। এশিয়ার যে কোন দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ৩০ আগস্ট, ২০১৬।

 

বিষয়: স্কলারশীপপ্রাপ্ত শিক্ষার্থী নিচের বিষয় গুলোতে পড়তে পারবে।

  • ফরেস্ট সায়েন্স
  • সাসটেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট
  • ফরেস্ট পলিসি
  • ফরেস্ট ইকোসিস্টেম এন্ড বায়োডাইভির্সিটি  কনভার্সেশন

 

কোর্স লেভেল: মাস্টার্স

 

যোগ্যতা:

  • এ স্কলারশীপ শুধুমাত্র এশিয়ার শিক্ষার্থীদের জন্য
  • মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় সকল যোগ্যতা
  • শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়
  • শিক্ষাজীবনের কোন ক্ষেত্রে তিন বছরের বেশী বিরতি থাকা চলবে না

 

Post MIddle

ভাষাগত যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীকে আইএলটিএস অথবা টোফেল পরীক্ষায় উত্তীরণ হতে হবে।

 

স্কলারশীপের পরিমাণ: মোট দশজন শিক্ষার্থীকে এ স্কলারশীপ দেয়া হবে। প্রথম পাঁচজনকে সকল প্রকার টিউশন ফি ও আবাসন ভাতা দেয়া হবে।  পরবর্তী পাঁচজন মোট টিউশন ফি-এর অর্ধেক ও আবাসন ভাতা পাবে।

 

প্রয়োজনীয় কাগজপত্র:

  • অ্যাপ্লিকেশন ফর্ম (হার্ড কপি)
  • মোটিভেশন লেটার
  • সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • কারিকুলাম ভিটা
  • চার কপি ৩*৪ ছবি
  • ইংরেজী ভাষা দক্ষতা কোর্সের নম্বরপত্র
  • ২ জন বিশ্ববিদ্যালয় প্রফেসরের ২ টি রেফারেন্স লেটার
  • হেলথ সার্টিফিকেট

 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে নির্ধারিত ফর্মে আবেদনপত্র পূরণ করে ইমেইলে প্রেরণ করতে হবে। পরে আবেদনপত্রের হার্ডকপি ডাকযোগে প্রেরণ করতে হবে।

আবেদন পত্র ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

 

স্কলারশীপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।##

পছন্দের আরো পোস্ট