ঢাবিতে ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত

চীনের ইউনান ইউনিভার্সিটির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (৬ জুন ২০১৬) সোমবার কলা ভবনের ৬ষ্ঠ তলায় নব-প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটের নির্মাণ কাজ উদ্বোধন করেন।

 

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইফফত আরা নাসরীন মজিদ, ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর চেন সুয়াং, কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক চু মিংতং এবং বিভিন্ন চীনা কোম্পানির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক চীনা দার্শনিক কনফুসিয়াস এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। চীনা দার্শনিকের নামানুসারে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউট বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সংহত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট