শ্রাবণ

শ্রাবণ : অহনা, তোমার মনে আছে সেই দিনের কথা?
অহনা: কোন দিন?
শ্রাবণ: সেই দিন —
শ্রাবণ বিকালের শ্রাবণ ধারায় সিক্ত শ্রাবণকে মনে আছে?
অহনা: ওহ! কিভাবে ভুলি তোমার সেই দস্যিপনা?
শ্রাবণ: দস্যিপনা! কী দস্যিপনা করেছি আমি?
অহনা: বাহ! মনে নেই? ভেজাবে বলে আমাকে ভিজিয়েই ছাড়লে বৃষ্টিতে!
শ্রাবণ: বাহ ! বৃষ্টি কি একলা ভেজার জন্যে নাকি?
অমন বৃষ্টিতে একলা ভেজা যায় নাকি?
অহনা: অমন বৃষ্টি! কেমন বৃষ্টি?
শ্রাবণ: তেমন বৃষ্টি,
তোমার ভালবাসার মত যার অন্ত নেই!
তোমার ভালবাসা যেমন
আমার জীবনকে প্লাবিত করে, তেমনি
সেই বৃষ্টি প্লাবিত করে চারপাশ!
তোমার ভালবাসায় যেমন
শুদ্ধ হই আমি,
ওই বৃষ্টিতে শুদ্ধ হয় প্রকৃতি!
অহনা: তাই?
শ্রাবণ: তা নয়ত কী?
তোমার গানে যেমন
তৃপ্ত হয় আমার প্রাণ,
তেমনি বৃষ্টি তৃপ্ত করে ধরণীর বুক!
অহনা: আর?
শ্রাবণ : আর ? কী বলব?
তোমার ভালবাসা কি কথায় শেষ হয়?
মানুষের এত শব্দ আছে,
যা দিয়ে বাঁধবে ওই মহাসাগর!
অহনা: পাগল একটা তুমি !
শ্রাবণ: আমার হাজার জন্মেও ভাগ্য যে
আমার পাগলামির কারণ তুমি!
অহনা: ছাগল একটা!
শ্রাবণ: তোমার প্রেমের বাঁধনে বাঁধা পড়েছি বলে
আমি তা হয়েও খুশি!
অহনা: হচ্ছে কী এসব?
শ্রাবণ সেই গানটা শোনাও না –
অহনা:…….
ঊরিষ ধরার মাঝে শান্তির বারি, শুষ্ক হৃদয় লয়ে আছে
দাঁড়ায়ে উর্দ্ধমুখে নর-নারী…নীলকণ্ঠ

পছন্দের আরো পোস্ট