উত্তরা ইউনিভার্সিটিতে আইন বিভাগের অরিয়েন্টেশন

????????????????????????????????????
উত্তরা ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ মিলনায়তনে অনুষ্ঠিত অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আজিজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ বেগম, ট্রাস্টি বোর্ডের সদস্য নাবিদ আজিজ এবং আইন বিভাগের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. তাসলিমা মনসুর।

 

Post MIddle

আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম ফয়েজ-উদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাসেত মজুমদার লিগ্যাল এডুকেশনের গুরুত্ব তুলে ধরে বলেন, আইনজীবীদের সঠিক শিক্ষার অভাবে নিরাপরাধ মানুষ আইনী সুরক্ষা থেকে বঞ্চিত হতে পারে। তিনি আইন শিক্ষার চর্চার সুফল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

 

প্রফেসর ড. এম আজিজুর রহমান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে নিজের অবস্থান তৈরি করতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা নবীণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানবিক সমাজে জনসেবার ব্রত নিয়ে নিজেকে তৈরি করতে হবে। উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সামগ্রিক বিষয়েই লক্ষ্য রাখে যেন তারা মানবিক সমাজ গড়ায় পেশাদারিত্বেরও পরিচয় দিতে পারে।

 

 

পছন্দের আরো পোস্ট