আশা ইউনিভার্সিটিতে কর্মশালা

ddea917d-f085-48c8-8b78-05b8fdbca838

আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) মঙ্গলবার (৩১ মে ২০১৬)  ‘কোয়ালিটি এ্যাসিউরেন্স ইন হাইয়ার এডুকেশন’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। আশা কনফারেন্স রুমে অনুষ্ঠিত উক্ত কর্মশালাটি আশাইউবি’তে পরিচালিত চলমান শিক্ষার মান নিশ্চিতকরণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সরকারের হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) এর আওতায় আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইকিউএসি-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

 

 

 
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজ-এর  চেয়ারম্যান জনাব মোঃ সফিকুল হক চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ কর্মশালায় সভাপতির দায়িত্ব পালন করেন।

 

 

 

Post MIddle

 
আশাইউনিভার্সিটি বাংলাদেশ এর সহকারী অধ্যাপক এবং আইকিউএসি -এর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মনিরুজ জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ভারপ্রাপ্ত ডীন এবং আইকিউএসি -এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসেন।

 

 

 

 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বাংলাদেশ এর কোয়ালিটি এ্যাসিউরেন্স ইউনিট (কিউএইউ) এর প্রধান, অধ্যাপক ড. মেজবাহউদ্দিন আহমেদ এবং কিউএইউ এর কোয়ালিটি এ্যাসিউরেন্স স্পেশালিস্ট অধ্যাপক ড. এম. আবুল কাশেম এবং অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা কর্মশালার টেকনিক্যাল সেশনে উচ্চ শিক্ষার মান নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।

 

 

 
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ট্রেজারার অধ্যাপক ড. একেএম হেলাল-উজ-জামান, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার জনাব মোঃ খালেকুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
 

লেখাপড়া২৪/এমটি/১০২

পছন্দের আরো পোস্ট