কমনওয়েলথ বৃত্তি নিয়ে শ্রীলঙ্কায় পড়ার সুযোগ

5কমনওয়েলথ বৃত্তি নিয়ে শ্রীলঙ্কায় পড়ালেখা করার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন পত্র আহবান করা হয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স পড়ার জন্য এ স্কলারশীপ দেয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী স্বীয় যোগ্যতা অনুযায়ী যে কোন বিষয়েই পড়তে পারবে। আবেদন করার শেষ তারিখ ৩০ জুন, ২০১৬।

 

কোর্স লেভেল: মাস্টার্স।

 

বিশ্ববিদ্যালয়: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে শ্রীজয়াবর্ধনেপুরা ও কলম্বো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে।

 

বৃত্তির বর্ণনা:

  • রাউন্ড-ট্রিপ এয়ার টিকেট
  • বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি
  • আবাসন ব্যবস্থা
  • স্বাস্থ্য ভাতা
  • মাসিক বৃত্তি

 

যোগ্যতা:

  • আগ্রহী শিক্ষার্থীকে কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে।
  • সংশ্লিষ্ট বিষয়ে প্রথম বিভাগসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে ।

 

ভাষাগত যোগ্যতা: ইংরেজী ভাষা দক্ষতা কোর্স (আইএলটিএস) এ ন্যুনতম স্কোর থাকতে হবে।

 

Post MIddle

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী শিক্ষার্থীকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে addsec-dev-at-mohe.gov.lk তে ই-মেইল করতে হবে।

অথবা নিচের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে-

Secretary Ministry of Higher Education & Highways No.18, Ward Place, Colombo 07 , Sri Lanka

 

প্রয়োজনীয় কাগজপত্র:

  • গ্রাজুয়েশন পর্যন্ত সকল একাডেমিক সার্টিফিকেট
  • পাসপোর্টের ছবি সংবলিত পৃষ্ঠার স্ক্যান কপি
  • আইএলটিএস পরীক্ষার স্কোর
  • কমপক্ষে একটি একাডেমিক রেফারেন্স
  • ইউনিভার্সিটি অফার লেটার

আবেদন পত্র ডাউনলোড করার জন্য এখানে  ক্লিক করুন।

এছাড়া স্কলারশীপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

 

56312678

পছন্দের আরো পোস্ট