রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

BAUTA Human Chain

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।

 

Post MIddle

 
সোমবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করে শিক্ষক সমিতি।
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবুল হাশেমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. শাহ্-ই-আলম ও বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির।

 

 
মানববন্ধনে প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজাউল করিম সিদ্দিকীর মতো আগেও তিন শিক্ষককে হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা কেউই নিরাপদ নই। আমরা এই হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

 
উল্লেখ্য, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে আসার পথে নিজ বাস ভবনের কাছ থেকে দূর্বৃত্তের হাতে খুন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর এএএফ রেজাউল করিম সিদ্দিকী।

পছন্দের আরো পোস্ট