‘আমার গোপালপুর’ মোবাইল এ্যাপস উদ্বোধন

app gopalpurইনোভেশন ইন পাবলিক সার্ভিস প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার উপর নির্মিত হয়েছে ‘‘আমার গোপালপুর’’ মোবাইল এ্যাপস। এ্যাপস উদ্বোধন করেন জনাব মো: মাহবুব হোসেন, মাননীয় জেলা প্রশাসক, টাঙ্গাইল।

 

এ্যাপসটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন জনাব মো: মাসূমুর রহমান ,উপজেলা নির্বাহী অফিসার, গোপালপুর,টাঙ্গাইল। এটি নির্মাণে সহায়তা করেছে কোডেক্স সফটওয়ার সলিউশন লিমিটেড। গুগল প্লে স্টোরে গিয়ে ‘‘আমার গোপালপুর’’ বা এড়ঢ়ধষঢ়ঁৎ” লিখে সার্চ দিলেই পাওয়া যাবে। তাছাড়াও অ্যাপসটি যঃঃঢ়ং://মড়ড়.মষ/উসঔব২ট লিংকে পাওয়া যাবে।

 

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো: মাসূমুর রহমান ,উপজেলা নির্বাহী অফিসার, গোপালপুর,টাঙ্গাইল; পাভেল সারওয়ার, সিইও, কোডেক্স সফটওয়ার সলিউশন লিমিটেড ,জনপ্রতিনিধি সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগন।

 

এ্যাপসটিতে থাকছে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধিদের ছবি সহ প্রোফাইল, দর্শনীয় স্থান, উপজেলায় কমর্রত সকল সাংবাদিকদেও মোবাইল নম্বরসহ নামের তালিকা। এ্যাপসটি ব্যবহার কওে সেবাগ্রহীতাগণ উপজেলা নির্বাহী অফিসার বরাবর মতামত ও অভিযোগ সহজে পাঠাতে পারবেন। একবার ডাউনলোড করার পর পুনঃরায় ইন্টারেনেট সংযোগের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা অ্যাপসটি অনলাইন এবং অফলাইন দু’ভাবে ব্যবহার করতে পারবেন।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট