ঢাকায় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ফাইনাল

received_254902144845473আজ (১০ এপ্রিল ২০১৬) রবিবার: দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’। এ উপলক্ষ্যে শনিবার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এ ঢাকা অঞ্চলের প্রতিযোগিদের নিয়ে ফাইনাল বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম। বেসিসের যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ডিন প্রফেসর শাহরিয়ার খান, ইউল্যাবের সিএসই ডিপার্টমেন্ট প্রধান প্রফেসর ড. সাজ্জাদ হোসেন ও আইইইবির সিএসই ডিপার্টমেন্টের প্রধান ড. আশরাফুল আমিন। অনুষ্ঠানের সঞ্চালনা ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ স¤পর্কে বিস্তারিত ধারণা দেন বেসিসের পরিচালক এবং বেসিস স্টুডেন্টস ফোরাম ও নাসা স্পেস  অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এর আহ্বায়ক আরিফুল হাসান অপু।

 

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের এবারের প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নিবন্ধন করা ১২৫টি দল এই ফাইনাল বুটক্যাম্পে অংশ নেয়। অনুষ্ঠানে কিভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, কিভাবে একটি উদ্ভাবনী প্রকল্প তৈরি করা যায়, বাস্তব প্রকল্প দেখানোসহ এই আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

 

Post MIddle

এর আগে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে ৩০ জন অভিজ্ঞ প্রফেসর ও তথ্যপ্রযুক্তি খাতের স্থানীয় বিশেষজ্ঞদের নিয়ে মেন্টর মিটিং অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, বিশ্বের ২২০টিরও বেশি নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ আগামী ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এই আয়োজন প্রত্যক্ষভাবে দেখতে নাসা স্পেস  অ্যাপস প্রতিযোগিতার কর্মকর্তারা বাংলাদেশে আসবেন।

 

গতবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এবারের প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম ও পিপলএনটেক। এছাড়া অ্যাকাডেমিক পার্টনার হিসেবে থাকছে রাজশাহী ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।

 

লেখাপড়া২৪.কম/লিমন-০১

পছন্দের আরো পোস্ট