আশা ইউনিভার্সিটিতে জাতীয় শিশু দিবস উদযাপন

IMG_8502জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৬তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৬ উপলক্ষে আজ (১৭ মার্চ ২০১৬) আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি) একটি আলোচনা সভার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানের সভাপতি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম হেলাল উজ জামান, উপদেষ্টা অধ্যাপক মোঃ মঈন উদ্দিন খান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এবং ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু দাউদ হাসান, ব্যবসা প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডীন এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কোহিনুর বেগম, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন জনাব মোঃ সাইফুল আলম, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আব্দুল বারী এবং এ্যাপ্লাইড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস আমিনুল ইসলাম।

 

Post MIddle

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ খালেকুজ্জামান। এছাড়া বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দও বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের আলোচনায় দেশের তরুণ প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে এগিয়ে আসার আহবান জানান। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার জনাব মোঃ আশরাফুল হক চৌধুরী, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সঞ্চালন করেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব ভক্ত কুমার বিশ্বাস।

 

IMG_8494

পছন্দের আরো পোস্ট