এনএস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

IMG_20160314_104242নাটোরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজে ২০১৬ সালের তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন এনএস কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল কুদ্দুস মৃধা। সোমবার (১৪ মার্চ) সকালে এনএস কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন এর মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

Post MIddle

এ সময়ে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল কুদ্দুস মৃধা, উপাধ্যক্ষ আতাউর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ ওয়াজেদ আলী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আলমগীর হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এনএস কলেজ অধ্যক্ষ বলেন, আমাদের এনএস কলেজর শিক্ষার্থীরা শুধু পড়াশুনা নয় এর পাশাপাশি বিভিন্ন বিষয়েও এগিয়ে যাচ্ছে তার প্রমান কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ঢাকা কেন্দ্রীয় পর্যায়ে সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতায় সারা বাংলাদেশ এর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে এনএস কলেজের প্রাণীবিদ্যা বিভাগ। তোমরা পড়াশুনার পাশাপাশি ক্রীড়া জগৎ এর মাধ্যমে এনএস কলেজের সুনাম অর্জন করবে এমনটায় আশা করি। তিনি আরো বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী সকল শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে।

উল্লেখ্য, (১৪ মার্চ) সোমবার মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৬ মার্চ পর্যন্ত চলবে। এবং বিজয়ী শিক্ষার্থীদের ২৬ মার্চ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।

লেখাপড়া২৪.কম/জুবায়ের/এমএএ

পছন্দের আরো পোস্ট