উন্নত চিকিৎসা শেষে কুয়েট ছাত্রের ক্যাম্পাসে প্রত্যাবর্তন

????????????????????????????????????
জটিল কিডনী রোগে আক্রান্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১২ ব্যাচের ছাত্র তানভীর আহমেদ ভারতের হাসপাতালে উন্নত চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরেছেন। ১৪ মার্চ সোমবার দুপুর ১ টায় কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সাথে তানভীর ও তার পরিবার স্বাক্ষাত করেন।

 

এসময় আর্থিক ও সার্বিক সহযোগীতার জন্য তানভীর ও তার পরিবার বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবুল হাশেমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

Post MIddle

তানভীর আহমেদ এর ভারতের হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, কুয়েটের জরুরী চিকিৎসা তহবিল, মতিউর রহমান স্মৃতি ফান্ডসহ অন্যান্য ফান্ড থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট