চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক বনভোজন

picচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রাক্তন ছাত্র সমিতির দিনব্যাপী বার্ষিক বনভোজন, মহিলা ও শিশু বিষয়ক কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি শুক্রবার গাজীপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর প্রেসিডেন্ট, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং চুয়েট প্রাক্তন ছাত্রসমিতির সভাপতি প্রকৌশলী মো: কবির আহমেদ ভূঞা, সমিতির সাধারন সম্পাদক ও বিটিসিএল’র জেনারেল ম্যানেজার প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু প্রমুখ।

 

চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম এ সময় বলেন, ‘সেশনজটমুক্ত, অস্থিরতামুক্ত একটি সুন্দর সুখী পরিবার হিসেবে চুয়েট এগিয়ে যাচ্ছে। সীমিত বাজেটের মধ্যে উচ্চ শিক্ষা-গবেষণায় চুয়েট নানা সাফল্য লাভ করে দেশে-বিদেশে সকলের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে, প্রতিবছর সফলভাবে একাধিক আর্ন্তজাতিক কনফারেন্স-সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠান, বিভিন্ন খ্যাতনামা জার্নালে নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশ, বিশ্বমানের ল্যাব যন্ত্রপাতি সংযোজন, রোবট গবেষণায় যুগান্তকারী উদ্ভাবন, সরকারের রূপকল্প অনুসরণে ভিশন ২০২১ গ্রহন ও ভিশন ২০৪১ গ্রণয়নের উদ্যোগ, বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে উচ্চ শিক্ষা-গবেষণায় সমঝোতা চুক্তি গড়ে তোলা, বিশ্বব্যাংক, জার্মানি, জাপান, নেদারল্যান্ডসরকারসহ দেশে-বিদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় একাধিক গুরুত্বপূর্ণ ও সফল প্রকল্প বাস্তবায়ন এবং বিভিন্ন যুগোপযোগী বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র চালু করা হয়েছে। এছাড়া চুয়েট এলামনাইসহ অন্যান্য শুভাকাঙ্খী ব্যক্তি/ প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধন আরো দৃঢ় হয়েছে।’

 

Post MIddle

গাজীপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সদস্য ও তাঁদের পরিবারের বিপুল সদস্য উক্ত অনুষ্ঠানমালায় অংশ নেন।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট