চুয়েটে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৫ ফেব্রুয়ারি

CUETচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু আগামী ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১:৩০ টা পর্যন্ত চুয়েটের কেন্দ্রিয় অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম।

 

Post MIddle

ওরিয়েন্টেশন পরবর্তী কর্মসূচীর মধ্যে রয়েছে-স্ব-স্ব বিভাগে পরিচিতি সভা বেলা ১২:৩০-১:৩০ টা; কোর্স রেজিস্ট্রেশন ও পরীক্ষার এন্ট্রি ফরম পূরণ: বেলা ২:৩০-৩:৩০ টা পর্যন্ত। আবাসিক হলে সীট প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা আগামী ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫:০০ ঘটিকা থেকে যথাযথ প্রক্রিয়া সম্পন্নকরতঃ আবাসিক হলে উঠতে পারবে, ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা এখনো স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দেয়নি অথবা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে গরমিল আছে তাদেরকে ওরিয়েন্টেশনের দিন থেকে ১৫(পনের) দিনের মধ্যে চুয়েটের মেডিকেল সেন্টারে তা জমা দিতে হবে।#

 

 

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট