ঢাবি শেখ মুজিবুর রহমান হলে বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আজ (২৭ জানুয়ারি ২০১৬) বুধবার সকাল ৯টায় জগন্নাথ হল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। হল প্রভোস্ট অধ্যাপক মো: মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

পরে অপরাহ্নে জগন্নাথ হল খেলার মাঠে হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। এ সময় হল প্রভোস্ট অধ্যাপক মো: মফিজুর রহমান, বিভিন্ন হলের প্রভোস্ট, হাউজ টিউটর এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।