রুয়েটে ১ম বর্ষের ক্লাস শুরু ২৫ জানুয়ারি

RUET logoরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়ট)এর প্রথম বর্ষ ২০১৫-২০১৬ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং ক্লাস শুরু হবে ২৫ জানুয়ারি থেকে।

 

বৃহস্পতিবার রুয়েটে’র একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভা ২৪ জানুয়ারী রবিবার বিকেল ৩ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হবে। প্রথম বর্ষে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে দুপুর আড়াইটার মধ্যেই কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে হবে। ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ।

 

Post MIddle

আগামী ২৫ জানুয়ারী সোমবার থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। ছাত্র-ছাত্রীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত হতে হবে। কোন শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস ক্লাশে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

 

উল্লেখ্য, প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। এই মূহুর্তে কোন শিক্ষার্থীকে রুয়েটের আবাসিক হলে থাকার ব্যবস্থা করা সম্ভব নয়।#

 

 

লেখাপড়া২৪.কম/রুয়েট/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট