নোবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

Noakhali

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি রোববার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেছে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির  সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রচার সম্পাদক মো. গোলাম মোস্তফা, ট্রেজারার ফতেহ নূর রুবেল, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর সরকার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রায় ৬০ জন শিক্ষক মানববন্ধনে অংশ নেন।

Post MIddle

মানববন্ধনে বক্তারা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো এবং তাদের চাকরির বয়সসীমা ৬৭ বছর করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরীও স্বতন্ত্র বেতন কাঠামোর প্রতি ঐক্যমত্য প্রকাশ করেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট